স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) প্রথম সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। একই সময় শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলংকা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানকে ৪৫ রানে ও নেপালকে ৫ উইকেটে হারায় তারা। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় লাল-সবুজের দল।
‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তাই টুর্নামেন্টের নিয়মনুযায়ী ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্স-আপ সেমিফাইনালে খেলবে।‘বি’ গ্রুপ ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা। আবার ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত।
গ্রুপপর্বে বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং পারফরম্যান্স করেছেন অধিনায়ক আজিজুল হাকিম। ৩ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন। ২টি হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ রান করেছেন কালাম সিদ্দিকী।
বোলিংয়ে বাংলাদেশের সেরা পারফর্মার পেসার আল ফাহাদ। ৩ ইনিংসে ১১২ রানে ৯ উইকেট নিয়েছেন। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আসরটির শিরোপা জিতেছিল টাইহার যুবারা। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নামবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।