স্পোর্টস ডেস্ক : কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। সিরিজ বাঁচানেরা এই রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে পরাজিত করে টাইগাররা।
আজ শনিবার (৫ জুলাই) কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।
বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের তাণ্ডবে শুরুর দিকে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে টাইগারদের স্পিন জাদুতে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে চিটকে যায় লঙ্কানরা।
বল হাতে বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্পিনার তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং ইউনিট।
তানভীর এদিন ১০ ওভার বল করে ৩৯ রান খরচে ২ মেইডেনসহ তুলে নেন ৫ উইকেট।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ৮ বলে ১ চারে ৫ রানে সাজঘরে ফিরেন পাথুম নিসাঙ্কা।
পাথুম নিসাঙ্কার উইকেট হারানোর ক্রিজে এসে চার-ছক্কার তাণ্ডব চালান কুশল মেন্ডিস। কুশলের ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল অল্প ওভারের মধ্যেই জিতে যাবে লঙ্কানরা।
তবে তা আর হতে দেননি টাইগার স্পিনার তানভীর , তার বোলিংয়ে ঘূর্ণিতে ঘরের মাঠে বিপাকে পড়ে শ্রীলংঙ্কা।
শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে ছাড়া কেউই পাননি রানের দেখা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রানের উপর ভর করে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় মিরাজের দল।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এ দিন পারভেজ হোসেন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান।
মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান, তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
বল হাতে লঙ্কানদের হয়ে এদিন ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং তিন উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং একটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা।
উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচ আগামী (৮ জুলাই) মঙ্গলবার পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে। সিরিজের শেষ ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজ জয় নিশ্চিত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।