বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টিতে এখন বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। আর এই কারণেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজে টি-টোয়েন্টির সঙ্গে থাকছে টেস্ট ম্যাচও। তবে সেটা হবে আগামী বছরে। বিশ্বকাপকে কেন্দ্র করে আপাতত শুধু টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি।

সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের।

বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে। ওয়ানডের পর এই সিরিজে আরও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একটা লম্বা সময়ের বিরতি পাবেন ক্রিকেটাররা। সেই বিরতি শেষে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

জিম্বাবুয়ে সিরিজ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসের ২১ , ২৩ এবং ২৫ তারিখ হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।