জুমবাংলা ডেস্ক : প্রবাসী স্ত্রীর কাছে যেতে ‘ভুয়া ভারতীয় পাসপোর্ট’ ব্যবহার করে মুম্বাই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম সাইফুল মোল্লা ইসলাম। বৃহস্পতিবার ভোরে মুম্বাই থেকে বাহারিন হয়ে জর্ডান যাওয়ার পথে তাকে আটক করে মুম্বাই ইমিগ্রেশন।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে বিমানবন্দরে আটকের পর তল্লাশি চালিয়ে ভারতীয় নকল পাসপোর্টের পাশাপাশি ভুয়া ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন একজন বাংলাদেশি নাগরিক। ২০২৩ সালের শেষের দিকে ১০ হাজার রুপির বিনিময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। এরপর কিছুদিন ছিলেন কলকাতায় তারপর চলে আসেন মুম্বাইয়ে।মুম্বাইয়ে আসার পর পালঘর ডিস্ট্রিকের নালাসুপারায় বেশ কিছুদিন ছিলেন সাইফুল। এরপর গোয়ায় দালালের মাধ্যমে ৫০ হাজার রুপির বিনিময়ে ভুয়া ভারতীয় পাসপোর্ট বানান। এছাড়া দশ হাজার টাকা দিয়ে বানিয়ে নেন ভুয়া প্যান কার্ড এবং আধার কার্ড।
মুম্বাই শহর পুলিশ এবং মুম্বাই স্পেশাল ব্রাঞ্চ এর কনস্টেবল সুপ্রিয়া লোন্ডে বলেন, অভিযুক্তর বিমান সকাল ৬.৩০ মিনিটে। কিন্তু যখন রাত ২.৪৫ মিনিট তখনই অভিযুক্ত ইমিগ্রেশন কাউন্টারে চলে আসেন। আচার আচরণে তাকে বেশ সন্দেহজনক মনে হওয়ায় আরও জিজ্ঞাসাবাদের জন্য উইং ইনচার্জ দীনেশ পিংগুলকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই জিজ্ঞাসাবাদে তার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর পরিচয় প্রকাশ পায়। জানা যায়, এ বারই প্রথম নয়। এর আগেও ২০১৮ সালে ২০ হাজার রুপির বিনিময়ে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। সে সময় তিন মাস একটানা ছিলেন কলকাতায় এরপর ফিরে যান নিজের দেশে। এবারও ভারতে অনুপ্রবেশের জন্য একই রুট ব্যবহার করেছিলেন তিনি।
ফ্রিল্যান্সারের টাকা আত্মসাতের অভিযোগ, ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
পুলিশ আরও জানায়, অভিযুক্তের শেষ গন্তব্য ছিল জর্ডান কারণ সেখানেই তার স্ত্রী বেশ কয়েক বছর যাবত কর্মরত। প্রবাসী স্ত্রীর কাছে পৌঁছাতেই মরিয়া হয়ে উঠেছিলেন ওই বাংলাদেশি যুবক। আটকের পর তাকে তুলে দেওয়া হয় মুম্বাই শহর পুলিশের হাতে। তার বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট, ১৪ ফরেনার্স অ্যাক্টসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।