আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।
গতকাল সৌদি আরবের জেদ্দা শহরে আরব সাগরে কারেক্ট জাল ব্যবহার করে অনুমতি ছাড়াই মাছ ধরার সময় বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশির সাথে থাকা কারেন্ট জাল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা।
সমুদ্র সুরক্ষা লঙ্ঘনের অপরাধে বাংলাদেশি নাগরিককে জেদ্দা সেক্টরে সীমান্ত রক্ষীদের টহলরত একটি দল উপযুক্ত কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সৌদির আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ সকলকে মক্কা, রিয়াদ এবং পূর্ব অঞ্চলগুলিতে ৯১১ নাম্বারে এবং ৯৪৪, ৯৯৯, ৯৯৬ নাম্বার গুলোতে কল করে জল সম্পদ রক্ষা করতে এবং কোনও অপরাধ ও লঙ্ঘনের প্রতিবেদন অবহিতি করতে এবং বিধিগুলি মেনে চলার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।