আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে গিয়ে নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এক বাংলাদেশি! এই অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীর বাসিন্দা সৌরভ সিং আদালতে অভিযোগ করেছেন, ২০১০ সাল নাগাদ অবৈধভাবে ভারতে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। এরপর একে একে ভারতে আসেন তার দুই ছেলে অসীম ও মনীশ। কল্যাণী টাউনশিপে সৌরভ সিংয়ের জমির পাশেই তারা বসবাস শুরু করেন।
এর পর তারা নথি জাল করে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেন। সেইসব নথির সাহায্যে তারা সৌরভের জমি দখল করে নেন। তাদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে জমি বিবাদ সংক্রান্ত মামলাও দায়ের করেন তিনি। এর মধ্যেই ২০১৮ সালে মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গলদ ধরা পরায় তিনি ভারতের অভিবাসন দফতরের হাতে ধরা পড়েন। ওই সময় তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
সৌরভের অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেও কয়েক বছর পর তিনি আবার ভারতে আসেন। এর মধ্যেই জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট দিয়ে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান অসীম। মনীশ ও তার বাবা মনোরঞ্জন এখনও ভারতেই রয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফরেনার্স আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। সেই অভিযোগের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মনীশ। সেই আবেদন নাকচ হয়। তারপরও পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি করেন সৌরভের আইনজীবী শিবাজীকুমার দাস। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী স্বীকার করে নেন,অসীম বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ।
নির্দেশে তিনি জানান, সিআইডির ‘মিসিং পার্সন ব্যুরো’ এই ঘটনার তদন্ত করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে। ১১ তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।