Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রায়হান (২২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাতে দেশটির রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা দেন রায়হান। পরে শনিবার (৪ নভেম্বর) রাতে রিয়াদে পৌঁছান তিনি।
মোহাম্মদ রায়হান সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
এদিকে কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার রাতে দেশটির রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।