জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালদ্বীপে যাচ্ছেন ৩৯ জন বাংলাদেশি চিকিৎসক। প্রথম ব্যাচে ১৪ জন পেয়েছেন ওয়ার্ক পারমিট। মালদ্বীপের স্বাস্থ্যখাতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এসব চিকিৎসক। বাকি ২৫ জনের ওয়ার্ক পারমিট প্রক্রিয়াধীন।
সরেজমিন রোববার (২৩ জুন) মালদ্বীপ যাওয়ার আগে প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেল আয়োজিত সেন্ড-অব প্রোগামে এমন দৃশ্য দেখা যায়। এতে মালদ্বীপগামী ১৪ জন চিকিৎসক অংশ নেন।
ডা. ফজলে রাব্বি পড়েছেন নিজ শহর চট্টগ্রাম মেডিকেলে। বোয়েসেলের মাধ্যমে মালদ্বীপে যাচ্ছেন কাজ করতে। তিনি বলেন, বিজ্ঞপ্তি দেখে বোয়েসেলে আবেদন করি। নামমাত্র অভিবাসন ব্যয়। বেসরকারিভাবে গেলে পাঁচ গুণ বেশি খরচ হতো। কোনো ধরনের ঝামেলা ছাড়া এই সেবা পেয়ে ভালো লাগছে। সরকারের প্রতিনিধি হিসেবে আশা করি দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারব। সোমবার (২৪ জুন) সকালে তার ফ্লাইট।
মালদ্বীপগামী আরেক চিকিৎসক ডা. শিফা রহমান বলেন, ‘বোয়েসেলের মাধ্যেমে সার্কুলার দেখে আবেদন করেছিলাম। আমাদের দেশের ডাক্তাররা অনেক মেধাবী। তারা বাইরে গেলে দেশের সুনাম বেড়ে যায়। সাধারণত সরকারি কাজে কোথায় কত টাকা দিতে হবে, জানাশোনা ছিল না, ভেবেছিলাম হবে না। কিন্তু ফেয়ার সিলেকশনের মাধ্যমেই আমরা যাচ্ছি। যে বিমান ভাড়া দিয়ে যাচ্ছি, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় সেটিও ফেরত দেবে।’
তিনি বলেন, ‘অন্যান্য দেশের মতো আমরাও স্বল্প খরচে বিদেশে যেতে পারছি। এ জন্য বোয়েসেলকে ধন্যবাদ। বাঙালি শুধু লেবার নয়, দক্ষ শ্রমিকও পাঠায়। আমরা ডাক্তাররা সেটি প্রমাণের সুযোগ পেয়েছি। ডাক্তাররা সহযোগিতা পেলে সামনে আরও ভালো করবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘চিকিৎসকদের অভিবাসন খরচ হচ্ছে মাত্র ৫৬ হাজার টাকা। বেসরকারিভাবে যা দুই লাখের বেশি। সবার এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার সক্ষমতা থাকে না। বোয়েসেল অতিরিক্ত খরচ যেন না হয়, সেদিকে খেয়াল রাখে। আমরা কম খরচে লোক পাঠিয়ে সরকারকে রাজস্ব দিয়ে যাচ্ছি।’
ডাক্তারদের অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষিতরাও যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় তা আমাদের জন্য লজ্জার। রেমিট্যান্স দিয়ে সরকার আমদানি ব্যয় মেটায়। আপনাদের অর্জিত অর্থ বৈধভাবে দেশে পাঠালে সাধারণ জনগণ উপকৃত হবে।’
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাচিত চিকিৎসকরা। আগামীকাল সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে পাড়ি জমাবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।