আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল।
গত বৃহস্পতিবার (১৫ জুন) সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদি ‘গোল্ডেন ভিসা’ স্থায়ী রেসিডেন্সি ভিসা সম্মানসূচক গোল্ডেন ভিসা পেলেন সিআইপি আইয়ুব আলী বাবুল। তিনি আল সাদা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি, আল নাম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ার্ল্ড এনআরবির সাধারণ সম্পাদক।
গোল্ডেন ভিসার মতো অনন্য এই বিশেষ স্বীকৃতি পাওয়ায় আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবীর ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আজমানের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমীকে ধন্যবাদ জানিয়েছেন আইয়ুব আলী বাবুল সি আই পি।
এই সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য, সিআইপি আইয়ুব আলী বাবুল আমিরাতের বাণিজ্য নগরী দুবাই, আজমানে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজ দেশ তথা বাংলাদেশে জনসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।