আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে জাতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী ঘোড়া জিতল দামি গাড়ি। জয়ী ঘোড়ার পরিচর্যার দায়িত্বে ছিলেন বাংলাদেশি। এ জয় যেন বাংলাদেশের।
কুয়েতের নাগরিকদের ঐতিহ্যবাহী খেলার মধ্যে খেলা ঘোড়াদৌড়, উট দৌড় অন্যতম। কুয়েতের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কয়েকটি রেসিং মাঠ। এসব মাঠে শীত মৌসুমে ছোট বড় অসংখ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। হান্টিং অ্যান্ড একস্ট্রিং ক্লাব কর্তৃপক্ষ এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বিভিন্ন প্রতিযোগিতায় সকল চ্যাম্পিয়ন ঘোড়োদের নিয়ে কুয়েতে জাতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। এসব প্রতিযোগিতায় জয়ী ঘোড়ার মালিকদের জন্য নামি দামি গাড়ি সহ থাকে নানা পুরস্কার। এসব পুরস্কার দেয়া হয় কুয়েতের বিশিষ্ট ব্যাক্তিদের নামে।
সম্প্রতি কুয়েতে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৪টি ঘোড়া নিয়ে এ বছর কুয়েতে জাতীয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় ১৩টি চ্যাম্পিয়ন ঘোড়াকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করে জয়ের শিরোপা মরহুম ইউসুফ রশিদ ব্রসলির গাড়িটি প্রথম পুরস্কার হিসেবে অর্জন করে ইঞ্জিনিয়ার হামেদ আল মোতায়েরীর ঘোড়া।
বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণকারী এসব ঘোড়ার দেখভালের দায়িত্বে থাকে বিভিন্ন দেশের অভিবাসীরা। এবারের প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী ঘোড়ার দেখভালের দায়িত্ব ছিলেন বাংলাদেশি। তাই এই বিজয় যেন শুধু কুয়েতের নয় বাংলাদেশেরও। তাই আনন্দিত প্রবাসীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।