জুমবাংলা ডেস্ক : সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ আছেন বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। আজ বুধবার তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেন।
নৌপরিবহন অধিদপ্তরের ডিজি বলেন, ‘বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তাঁরা ভালো আছেন, সুস্থ আছেন।’
কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই হওয়া জাহাজের মালিকদের সঙ্গে যোগাযোগ করেছে, জিম্মি নাবিক উদ্ধারে আলোচনা চলছে।
গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এসআর শিপিংয়ের জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।
এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এস আর শিপিংয়ের কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।