জুমবাংলা ডেস্ক : হেঁটে পুরো বিশ্ব ভ্রমণ ! অবিশ্বাস্য মনে হতে পারে। শীত, গ্রীষ্ম ও বর্ষা উপেক্ষা করে এই চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করতে যাচ্ছেন এক তরুণ। হাইকার সাইফুল ইসলাম শান্ত আগামী ২২ মার্চ (শুক্রবার) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে তার ভ্রমণ শুরু করবেন।
শান্ত বলেন, ‘পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আমার এ হেঁটে বিশ্ব ভ্রমণ শুরু হতে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত ১৯৩টি দেশ ভ্রমণ করব আমি। প্রায় ১২ বছর সময় লাগবে এ ভ্রমণ শেষ করতে।’
তিনি আরও বলেন, ‘খুব জরুরি কোনো প্রয়োজন না হলে দেশে ফিরব না এ সময়ের মাঝে। হেঁটে ভ্রমণ হলেও থাকা ও খাওয়া বাবদ এ ভ্রমণে বিশাল অর্থের প্রয়োজন। কীভাবে আসবে সেই অর্থ? এমন প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম শান্ত বলেন, মাইলেজ অনুসারে স্পন্সর নিচ্ছি আমি। প্রাথমিকভাবে ১ হাজার ডলার স্পন্সর পেয়েছি।‘
শান্তর এই বিশ্ব ভ্রমণে লজেস্টিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ভ্রমণে সময় যখন নিজের নিয়ন্ত্রণে থাকে তখন অনেক বেশি উপভোগ করা যায় সবকিছু। শেখা ও জানা যায় অনেক। হেঁটে ভ্রমণ তাই সব সময়ই আনন্দের। আমাদের দেশে অ্যাডভেঞ্চার ট্রাভেল তুলনামূলক কম হয়। তাই বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন দেশের যেকোনো অ্যাডভেঞ্চার ট্রাভেলের পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে চায়। আমরা এটাও চাই যে কেউ অ্যাডভেঞ্চার ট্রাভেলে আরও আগ্রহী হোক এবং তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখুক। এতে সবাই জানতে পারবে এবং ভ্রমণে অনুপ্রাণিত হবে। বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্তর জন্যে শুভকামনা রইলো।’
শান্ত ২০২২ সালে ৭৫ দিনে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা (৩ হাজার কিলোমিটার) ভ্রমণ করেন। এ ছাড়া একই বছরে তিনি ৬৪ দিনে ১ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে বাংলাদেশ থেকে ভারত (ঢাকা, সান্দাকফু, দার্জিলিং) ভ্রমণ করেন।
শান্তর হেঁটে বিশ্বভ্রমণ উপলক্ষে (২০ মার্চ) বুধবার সকাল ১০টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করেন মো. ওসমান গনি। পশ্চিম পাকিস্তান হয়ে ইরান তারপর দীর্ঘ ৭ বছরে একের পর এক ২২টি দেশ ও ২১ হাজার মাইল পথ পায়ে হেটে সফর করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্ববাসিকে। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.