বিনোদন ডেস্ক : নিয়মিত টিকটকে পারফর্ম করে প্রশংসিত হয়েছে শিশু শিল্পী সিমরিন লুবাবা। দেখা গেছে দেশের বেশ কয়েকটি বিজ্ঞাপনেও। সম্প্রতি টিকটকের সুবাদে ভারতের রাজস্থান সরকারের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছে লুবাবা।
করোনা নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞাপনটি এখন প্রচার হচ্ছে রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে। এটি নির্মাণ করেছেন প্রদীপ বি খাইরা। লুবাবা ছাড়াও এতে অংশ নিয়েছেন ভারতের বেশ ক’জন শিশুশিল্পী।
লুবাবা বলেন, আমি টিকটকের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফর্ম করে ফেসবুকে আপলোড করি। মাঝে তেরি মিট্টি নামের একটি হিন্দি গানের পারফর্ম বেশ ভাইরাল হয়। সেটি প্রদীপ আংকেলের নজরে আসে। এরপর তিনি আমাকে ফেসবুকে নক করেন। আরো কিছু কাজ চেয়ে মেসেজ করেন। কাজগুলো পাঠালে তার খুব পছন্দ হয়।
লুবাবা আরো বলেন, কাজগুলো দেখে আংকেল আমাকে তামিল ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায়, মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনের প্রস্তাবে রাজি হয়ে কাজটি করি।
প্রসঙ্গত, সিমরিন লুবাবা জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের নাতনী। সে ইংরেজি মাধ্যমের ছাত্রী। এর আগে, লুবাবা বসুন্ধরা এলপি গ্যাস, ভিম লিকুইড, লাইফবয়সহ একাধিক বাংলাদেশি পণ্যের মডেল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।