বিনোদন ডেস্ক : স্বাধীনতার পর গত ৫ দশকে বাংলাদেশের সিনেমায় অসংখ্য ভারতীয় শিল্পী অভিনয় করেছেন। একইভাবে বাংলাদেশি শিল্পীরাও অবাধে কাজ করেছেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের সূত্র ধরে এবার পাওয়া গেলো নতুন খবর।
বাংলাদেশের সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হলেন পাকিস্তানি এক মডেল।
আসিফ ইকবাল জুয়েল নির্মাণ করছেন সিনেমা ‘ফোর্স’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জারা আহমেদ নামের এক পাকিস্তানি মডেল ও অভিনেত্রী।
সিনেমায় কেন পাকিস্তানের মডেলকে নেওয়া হল? এই প্রশ্নের উত্তরে নির্মাতা জানান, ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, মারপিট করতে পারবেন, যাকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা। মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’
সিরিয়ালে জারার অভিনয় দেখে তাকে ‘ফোর্স’ সিনেমার জন্য কাস্ট করেছেন বলেন জানান তিনি।
নির্মাতার ভাষ্যমতে, “আমি তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক শেয়ার করি। আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন এবং কাজটি করতে রাজি হন।”
আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং হবে সিনেমার।
জানা যায়, মডেলিংয়ের পাশাপাশি জারা ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজে অভিনয় করেছেন।
উল্লুর সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ এটি, রহস্য ও রোমান্সে ভরপুর!
‘ফোর্স’ সিনেমায় জারার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ম্যাক দিদার। বলা দরকার, এর আগে আসিফ ইকবাল ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।