বিনোদন ডেস্ক : বাংলাদেশের সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বাজার তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ অধ্যায়কে বাস্তবায়ন করতেই ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র যাত্রা শুরু হয় ২০১৬ সালে। কানাডায় শুরু হয়ে বাজার বিস্তৃত হয় আমেরিকা ও মধ্যপ্রাচ্যে।
এ প্রতিষ্ঠানের মাধ্যমেই রিগাল, সিনেমার্ক, সিনেপ্লেক্স, ভক্সের মতো বিশ্বখ্যাত চেইনে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। স্বপ্ন স্কেয়ারক্রোর বয়স খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে স্থান করে নিতে সক্ষম হচ্ছে।
হলিউড সিনেমার সুপার পিক মৌসুমেও ৪২টি থিয়েটারে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পাচ্ছে, যা আমাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। দর্শকের চাপে এই কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।