বাংলাদেশি পাসপোর্ট পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি

Pak

আন্তর্জাতিক ডেস্ক : একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়। তাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।

Pak

সোমবার (২৯ জুলাই) সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে বাংলাদেশি ই-পাসপোর্ট তুলে দেন।

স্টকহো‌মের বাংলাদেশ দূতাবাস জানায়, ১৯৭১ সালে সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের লাহোরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়।

পরে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করা হয়।

বাথরুমের মধ্যে পোশাক বদলানোর ভিডিও ভাইরাল, যা বললেন উর্বশী

সম্প্রতি তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।