জুমবাংলা ডেস্ক : চীনে চিকিৎসা করানোর জন্য আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ‘গ্রিন চ্যানেল’ নামে একটি ভিসা প্রক্রিয়া চালু হয়েছে।
রবিবার (৪ মে) বিকাল ৫.৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য জানানো হয়। এই পোস্টে জানানো হয়, চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা সহজ করার লক্ষ্যে ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে।
যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে। দূতাবাসের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই চুক্তি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেয়া হয়েছে।
এছাড়া ঢাকায় চীনা ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো ধরনের দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই আবেদন জমা দিতে পারবেন।
জরুরি চিকিৎসার প্রয়োজন হলে একই দিনে ভিসা প্রদানের সুযোগ রাখা হয়েছে। পূর্বনির্ধারিত সাক্ষাৎকার থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের সুযোগ দেওয়া হবে। রোগী যদি শারীরিকভাবে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকার গ্রহণের সুযোগও থাকছে।
চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য চালু করা হয়েছে একাধিক যোগাযোগ ব্যবস্থা: চীনা দূতাবাসের হটলাইন: ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯, ভিসা আবেদন পরিষেবা কেন্দ্র: (তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা) -০২২২৬৬০৩২৬১, হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ: ০১৮৮৫০৪১৩৬৪
চীনা দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই নতুন উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভিসা পাওয়া আরও সহজ হবে এবং দুই দেশের মধ্যে জনস্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।