আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রার্থনা দাউদ কিমের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টা ৯ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন তিনি।
যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লিখেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে দোয়া করো (Pray for Bangladesh students)।
দাউদ কিম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার। তিনি একজন পপ শিল্পীও। দাউদ কিমের মূল নাম ছিল কিম জায় হান। ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন তিনি। ঘুরতে ঘুরতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিশিয়া যান। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি আকৃষ্ট হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম রাখেন দাউদ কিম।
এদিকে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবার মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বিন রশীদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়েছেন।
সাকিব বিন রশীদ ফেসবুকে লিখেছেন, যতদূর এসেছি, কারো দয়ায় আসি নাই। অনেকেই সাহায্য করেছে, সাপোর্ট করেছে। এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেউ ভাবলে ভুল করবে, যে আমরা কারো দয়ার মুখাপেক্ষী। আমাদের শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি, থাকবো। টাকার লোভ বা ভয় দেখায়ে লাভ নাই।
এর আগে সালমান মুক্তাদিরও তার ফেসবুকে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।
সালমান মুক্তাদির আরও লিখেছেন, এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি। যদি আপনাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছেন না। সবশেষে এই অভিনেতা লিখেছেন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।