আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আগত এক নারী যাত্রীর ব্যাগেজ থেকে ৭৫ প্যাকেট সবজির বীজ জব্দ করেছে মালয়েশিয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস ডিপার্টমেন্ট (মাকিস)। এছাড়াও, বীজ আনার বৈধ কাগজপত্র না থাকায় ওই নারীকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মাকিসের পরিচালক সোবরি মো. হাশিম।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া বীজ নিয়ে প্রবেশের সময় বাংলাদেশি ওই নারীকে আটক করা হয়। এসময় রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের (আরএমসিডি) সহযোগিতায় এক হাজার রিঙ্গিত মূল্যের মোট ৭৫ প্যাকেট সবজির বীজ জব্দ করা হয়েছে।
পরিদর্শনকালে দেখা যায়, আমদানি পারমিট এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মতো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এসব সবজি বীজের প্যাকেট আনা হয়। জব্দ করা এসব বীজ এদেশে রোপণের উদ্দেশে নিয়ে আসা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এসব বীজ রোপণের ফলে মালয়েশিয়ায় বীজে কীটপতঙ্গ, রোগ এবং ছত্রাক ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আর এসব বীজ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে দেশটির কৃষি শিল্পের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।
মাকিস পরিচালক সোবরি মো. হাশিম বলেন, মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০১১ (অ্যাক্ট ৭২৮)-এর ১১ (১) ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া এসব বীজ আনা অপরাধ, যা একই আইনের ১১ (৩) ধারায় দণ্ডনীয়। যেখানে দোষী সাব্যস্ত হলে অনধিক এক লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা বা অনধিক ছয় বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
‘জওয়ান’-এর সঙ্গে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার অনেক মিল : বর্ষা
এদিকে, স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এ ধরনের কৃষিপণ্যগুলো যাতে প্রয়োজনীয়তা ও বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত করতে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস সব প্রবেশ পথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।