অন্যরকম খবর ডেস্ক : প্রেমের টানে প্রায় ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতের রাজস্থানে পৌঁছে গিয়েছেন এক বাংলাদেশি নারী।
জানা গেছে, উম্মে হাবিবা ওরফে হানির (৩০) সঙ্গে Yalla নামের এক মোবাইল অ্যাপের মাধ্যমে ছয়-সাত মাস আগে পরিচয় হয় রাজস্থানের অনুপগড় জেলার রাভলা মান্ডি গ্রামের বাসিন্দা রোশন সিং-এর। পরিচয় গড়ায় প্রেমে।
গত ৩ সেপ্টেম্বর রোশনের বাড়িতে উপস্থিত হন উম্মে হাবিবা। এমন ঘটনায় রোশনের বাড়ি ছেড়েছেন তার বর্তমান স্ত্রী। অন্যদিকে স্থানীয়রা দুদিনের বেশি সময় রোশনের বাড়িতে বাংলাদেশি ওই নারীর অবস্থানের কথা জানতে পেরে পুলিশকে জানালে দফায় দফায় রাজস্থান পুলিশের জিজ্ঞাসাবাদে মুখে পড়েছেন বাংলাদেশি উম্মে হাবিবা, রোশন ও তার পরিবার।
রোশনের মা কৃষ্ণা বাঈ বলেন, ‘দুবছর আগে রোশন স্থানীয় রোজদী গ্রামের বাসিন্দা সোমা বাঈ নামে এক মেয়েকে বিয়ে করে এবং তাদের সাত বছরের এক সন্তান আছে।
গত রবিবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে শীর্ষা গ্রামে একটি পুজোয় অংশ নিতে গিয়েছিল তারা। ওইদিনই হাবিবা বাড়িতে আসে, সে হিন্দিতেই কথা বলছিল। সে আরও বলেছিল যে, সে আর বাংলাদেশে ফিরে যেতে চায় না, ভারতেই বাকি জীবনটা কাটাতে চায়। আর এমন কথা শোনার পরেই রোশনের স্ত্রী বাড়ি ছাড়ে।’
পুলিশ এবং গণমাধ্যমের সামনে তিনি জানান, তারা হাবিবাকে তাদের সঙ্গে রাখতে চান না। তাই পুলিশ প্রশাসন এবং সরকার যেন উদ্যোগ নিয়ে তাকে শিগগিরই তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন বলে দাবি জানান।
রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে গত ১ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা পৌঁছান হাবিবা। এরপর হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বিকানে পৌঁছান ওই নারী। বিকেলের দিকে বাসে চেপে অনুপগড় জেলার রাভলা গ্রামে রোশনের বাসায় এসে পৌঁছান হাবিবা। সেই থেকে গত দুদিন ধরে তার বাসায় অবস্থান করছিলেন উম্মে হাবিবা।
মঙ্গলবার বিকেলের দিকে বাংলাদেশি নারী উম্মে হাবিবার অবস্থানের কথা জানতে পারেন স্থানীয়রা। তারাই পুলিশে খবর দেন। পরে রোশন এবং হাবিবা উভয়কেই ডেকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।