মালিককে গলাকেটে হত্যা করায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের শ্রমবাজার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সেমিনারে তিনি একথা বলেন। জাপানে কর্মী পাঠানোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত সেমিনারটি আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আলোচনায়, বিদেশে শ্রমবাজার উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। এসময়, কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার হারানোর কারণ ব্যাখ্যা করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা জানান, বিভিন্ন দেশে শ্রমবাজার হারানোর জন্য কিছু শ্রমিকের নানা অপকর্ম দায়ী। যেকোনো দেশে যাওয়ার আগে পর্যাপ্ত দক্ষতা নিশ্চিতে জোর দেন তিনি।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘পত্রিকায় রিপোর্ট এসেছে যে বিদেশে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। সব দোষ হয় সরকারের। এর দোষ, ওর দোষ, রিক্রুটিং এজেন্সিরও দোষ হয়।
কিন্তু ভাই, ওখানে যারা আছেন, তাদের কারও কারও কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে ফেলেছিল। সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা গিয়ে টাকা লুট করার জন্য, ছিনতাইয়ের জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে এমন ঘটনাও আছে।’
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উপদেষ্টা বলেন, কর্মী পাঠাতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করছে সরকার। তবে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়া নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ১২ লাখ নেবে, ১০ লাখ নেবে।
আমি ঘুরে এসেছি, আমার কথা শোনেন। মালয়েশিয়াতে আগামী ১ বছরে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার লোক নেবে। আমার সাথে তিনটা মিনিস্টারের কথা হয়েছে।’
যেকোনো দেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের পরামর্শ ড. আসিফ নজরুলের। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুধু সিন্ডিকেট নয়, মধ্যস্বত্ত্বভোগীরাও দায়ী বলে মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।