আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় যেতে চেয়েও নানা কারণে যেসব দেশের নাগরিকেরা ভিসা পাননি এমন দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশ। এতে শীর্ষে আছে উত্তর কোরিয়াসহ তিনটি দেশ।
২০২৩ সালের অর্থবছর হিসাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। তবে ভারত এ ক্ষেত্রে বেশ এগিয়ে।
প্রকাশিত তালিকার তথ্যানুযায়ী, কোনো কোনো দেশের কাউকেই মার্কিন ভিসা দেওয়া হয়নি। কোনো দেশের আবেদনকারীদের অর্ধেকের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, কোনো দেশের বা উল্লেখযোগ্য আবেদনকারী ভিসা পেয়েছেন।
তালিকায় দেখা গেছে, বাংলাদেশ থেকে ভিসার জন্য যারা আবেদন করেছেন তাদের ৪৩ দশমিক ৬৬ শতাংশেরই ভিসা হয়নি। পাকিস্তান থেকে আবেদনকারী ৪০ দশমিক ৮২ শতাংশের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আর ভারতের নাগরিকদের আমেরিকান ভিসা প্রত্যখ্যাত হয়েছে ১০ দশমিক ৯৯ শতাংশ।
উত্তর কোরিয়াসহ তিনটি দেশের কাউকেই ভিসা দেয়নি আমেরিকা। ইসরায়েলের ৩ দশমিক ৩০, সাইপ্রাসে ৪, কুয়েত ৩ দশমিক ৯৬, উরুগুয়ের ৩ দশমিক ২১, সংযুক্ত আরব আমিরাতের ৪ দশমিক ১৮ শতাংশ আবেদনকারী ভিসা পাননি।
ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিশটেনস্টাইনের আবেদনকারী কাউকেই ফিরিয়ে দেয়নি আমেরিকান দূতাবাস। তবে দেশটির কতজন আবেদন করেছেন তা না নিয়ে তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে অর্থবছর হিসাব হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তাদের ভিসার হিসাবও সেই সূচি ধরেই করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।