জুমবাংলা ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে থেকে ১৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পুনের বুধওয়ার পেইঠ এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে অভিযান শুরু করে পুলিশের অপরাধ শাখার সামাজিক নিরাপত্তা বিভাগের একটি দল। বাংলাদেশিদের সন্ধানেই সেখানে যায় পুলিশের এই টিমটি।
আটকদের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছে। আটকদের কারো কাছেই ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না। তারা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিল দাবি করা হয় সংস্থাটির পক্ষ থেকে।
পুলিশ দাবি, আটক ব্যক্তিরা তিন মাস ধরে ওই এলাকায় বসবাস করে আসছিল। আটকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টসহ একাধিক মামলা করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।