আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী আটকে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারী) তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় চালানো ওই অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারী) তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় চালানো ওই অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
এ ধরনের অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে শুক্রবারের অভিযানের জন্য ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
কিন্তু হঠাৎ কেন ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ- তার কারণ জানালেন পুলিশের হাতে আটক অন্যতম বাংলাদেশি মোস্তফা। ৩০ বছর বয়সী এ বাংলাদেশি জানান, তার মতো অনেকেরই ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ প্রায় শেষের দিকে। পুলিশ তাদেরকে আটক করায় তাদের বৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।
বিষয়টি ইমিগ্রেশন পুলিশকেও বলেছেন মোস্তফা। আটক অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইমিগ্রেশন বিভাগের উদ্দেশে মোস্তফা বলেছেন,
আমাদের ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামী মার্চে শেষ হতে যাচ্ছে। আমরা চাই, এই আটক অভিযানের মাধ্যমে আমাদের নিয়োগকর্তাদের তলব করে ইমিগ্রেশন বিভাগ আমাদের ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ করে দিবেন।
পুলিশের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন,
নিয়োগকর্তাদের অবহেলায় যদি আমাদের ওয়ার্ক পারমিট নবায়ন না হয়, তাহলে এর জন্য আমাদের কেন শাস্তি ভোগ করতে হবে।
এদিকে তেরেঙ্গানু স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক আজহার আবদুল হামিদ বলেছেন, প্রথমে ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হলেও পরে ১৯০ জনকে বৈধ ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিট থাকার কারণে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৩০ জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের কারণে আটক রাখা হয়েছে।
এই ইমিগ্রেশন কর্মকর্তা আরও বলেন, আটক ৩০ জনের মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩-এর ১৫(১)(সি) ধারায় ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৮ জনকে আটক রাখা হয়েছে। অপর ১২ জনকে আটক করা হয়েছে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় একই আইনের ৬(১)(সি) ধারায়।
এই কর্মকর্তা আরও বলেন, মালয়েশিয়ায় বিদেশিদের বৈধভাবে প্রবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তবে যেসব নিয়োগকর্তা তাদের শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নে ব্যর্থ হবেন সেসব নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।