খেলাধুলা ডেস্ক : বিজয়ের মাসে পাকিস্তানের বিপক্ষে আরেকটি দারুণ বিজয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলকে ৭ উইকেটের বিজয় এনে দেওয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম।
অপরাজিত ৬১ রানের ইনিংস বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তুলেছেন তামিম। অবশ্য শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, পুরো টুর্নামেন্টেই নেতার কাজই করছেন তিনি।
যার প্রমাণ ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪ ম্যাচে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ২২৪ রান।
বাংলাদেশকে ফাইনালে তুলে দারুণ খুশি তামিম। ম্যাচ শেষে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আজকে আমরা ম্যাচটা জিতেছি, ভালো লাগছে। সকালে টস জিতেছি, সবকিছুই আমাদের পক্ষে ছিল।
বোলাররা সবাই ভালো করেছে। ইমন, মারুফ, ফাহাদ ও রিজান, ওরা অনেক ভালো বোলিং করেছে। এজন্য ১১৭ রানে (১১৬) রানে ওদেরকে আটকে রাখতে পেরেছি। আজ যে ইনিংসটি খেলেছি তাতে ভালো লাগছে।
দলের জন্য খেলেছি, দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে।’ সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও তাই শিরোপা ধরে রাখার মিশনে বদ্ধপরিকর। তার জন্য ফাইনালে সবকিছু নিংড়ে দিতে চান তামিম। আগামী রবিবার ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ফাইনালে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
আমাদের সর্বশক্তি দিয়েই লড়ব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, সমর্থন করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।