স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতকে ২৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।
পুনেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসান চোটের সুবাদে এই ম্যাচে একাদশে সুযোগ পান নাসুম আহমেদ। এছাড়া তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পান হাসান মাহমুদ।
বাংলাদেশকে স্বপ্নের মতো সূচনা এনে দেয় উদ্বোধনী জুটি। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস গড়েন ৯৩ রানের জুটি। ৪৩ বলে ৫১ রান করে বিদায় নেওয়ার আগে তামিম হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা। তার বিদায়ে দল খেই হারিয়ে ফেলে। ১১০ রানে নাজমুল হোসেন শান্ত, ১২৯ রানে মেহেদী হাসান মিরাজ ও ১৩৭ রানে লিটন বিদায় নিলে চাপে পড়ে যায় টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে লিটনের ব্যাট থেকে। ৮২ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৭টি চার। ওয়ান ডাউনে নেমে শান্ত ১৭ বলে ৮ ১ মিরাজ চারে নেমে ১৩ বলে ৩ রান করে ধরেন সাজঘরের পথ।
মুশফিকুর রহিম ৪৬ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে আশানুরূপ রান তুলতে ব্যর্থ হন তাওহীদ হৃদয় (৩৫ বলে ১৬)। তার ইনিংস উল্টো চাপ বাড়ায় দলের। ফিনিশারের ভূমিকায় দলকে পথ দেখায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। ক্রিজে নেমে থিতু হওয়ার পর দ্রুত রান তুলতে থাকেন তিনি। নাসুম আহমেদ ১৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেও রিয়াদ শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান।
জাসপ্রিত বুমরাহর শিকার হওয়ার আগে ৩৬ বলে ৪৬ রান করেন রিয়াদ, হাঁকান তিনটি করে চার-ছক্কা। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।