স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছেন বাংলাদেশের মেয়েরা। দলকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার অন্যতম কারিগর নাহিদা আক্তার। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার।
এবার আরও বড় পুরস্কারের হাতছানি থাকছে নাহিদার সামনে। অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নে জায়গা পেয়েছেন তিনি। তিনজনের তালিকায় তাঁর সঙ্গে বাকি দুজন হচ্ছেন হেইলি ম্যাথিউজ ও অ্যামেলিয়া কার।
এর আগেও আইসিসির মাসসেরা মনোনয়নে জায়গা পেয়েছিলেন নাহিদা। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যা করেছেন, তাতে অনেকটা অনুমিতই ছিল সংক্ষিপ্ত তালিকায় তিনি থাকবেন। প্রথম ম্যাচেই ক্যারিয়ার-সেরা বোলিং করেছিলেন তিনি। তাঁর ৮ রানে ৫ উইকেট নেওয়া বোলিংয়ে ৮২ রানেই অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। পরের দুই ম্যাচে নেন আরও ৩ উইকেট। ৮ উইকেটের সঙ্গে সিরিজে ৯ রান করেন তিনি।
নাহিদার মতো বাকি দুজন নিজ নিজ দেশের হয়ে সর্বশেষ সিরিজে সিরিজ-সেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩১০ রানের সঙ্গে ৫ উইকেট নিয়েছেন। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ২ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ৪৩ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩৪ রানের সঙ্গে ২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ-সেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।