উইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজ জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সুবাদে ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের রীতিমতো ধসিয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ক্যারিবীয়দের ১৪৯/৯ রানের গুড়িয়ে দিয়ে ৪১ ওভারে ১৫০ রানের টার্গেট তাড়ায় ৫৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আগের ম্যাচে জয় পাওয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় খেলায় একাদশে পরিবর্তন আনতে পারে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: শাই হোপ, কাইল মায়ার্স, ব্রান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), সামারা ব্রুকস, রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, কিমো পাওয়েল, জেডন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও গুদাকাশ মতি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি তামিমের