বিনোদন ডেস্ক : থাইল্যান্ডভিত্তিক মডেলিং প্রতিযোগিতা মিস্টার ন্যাশনাল ইউনিভার্সের শেষ পাঁচে আছেন বাংলাদেশের তরুণ মডেল যশ মির্জা। ৬ জুন অনুষ্ঠিত হবে এ আসরের গ্র্যান্ড ফিনালে।
গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হওয়াই শেষ নয়। নিজেদের যোগ্যতা দিয়ে নজর কাড়তে প্রতিযোগীদের যেতে হচ্ছে নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে। বিচারকদের নির্দেশনা অনুযায়ী ভিডিও ক্লিপ, ফরমাল ড্রেস সেশন ফটোশুট, সুইমওয়্যার সেশনসহ বেশ কয়েক ধরনের ফটোনির্ভর সেগমেন্টে আগেই অংশ নিয়েছেন যশ। এ ছাড়া তরুণ এই বাংলাদেশি মডেলকে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ‘বাফেলো রাইডিং’ সেগমেন্টেও অংশগ্রহণ করতে হয়েছে।
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এ সেগমেন্ট বেশ মজারও বটে। কারণ, বড় মহিষের পিঠে ওঠার আগে প্রতিযোগীদের বিশেষ পদ্ধতিতে লুঙ্গি পরতে হয়েছে। সাধারণ একটি লুঙ্গিতেই নিজের স্টাইলকে ফুটিয়ে তোলা ছিল এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
এখানেই শেষ নয়, মহিষের পিঠা ওঠা প্রত্যেক প্রতিযোগীর ফটোশুট হয়েছে। মিস্টার ন্যাশনাল ইউনিভার্সের পেজে পিন পোস্ট করা হয়েছে নির্ধারিত ছবি।
নিয়ম অনুসারে ৫ জুন পর্যন্ত প্রতিযোগীর এ ছবিতে লাইক, শেয়ার ও ছবিতে কমেন্ট করা যাবে। আর এই কয়েক দিনে যে প্রতিযোগীর ছবি সবচেয়ে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হবে, গ্র্যান্ড ফিনালেতে তিনি থাকবেন এগিয়ে, ব্যাংকক থেকে জানিয়েছেন যশ মির্জা।
কারণ, প্রতিবার নির্ধারিত ছবিটি শেয়ার করলে প্রতিযোগী পাবেন ৫ পয়েন্ট ও প্রতিবার লাইকে যোগ হবে ১ পয়েন্ট। যশ মির্জার ছবিতে লাইক ও শেয়ার করা যাবে ৫ জুন, ব্যাংকক সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে গিয়ে যশের ছবি লাইক, কমেন্ট ও শেয়ার করা যাবে।
ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে চাইলে মিস্টার ন্যাশনাল ইউনিভার্স, দ্য জেন অব দ্য ফিউচার পেজে লাইক করতে হবে। এরপর মিস্টার ন্যাশনাল ইউনিভার্সের শেয়ার করা অ্যালবামে যশের নির্ধারিত ছবিতে লাইক, কমেন্ট ও ছবিটি শেয়ার করা যাবে।
ইনস্টাগ্রামে মিস্টার ন্যাশনাল ইউনিভার্সের অফিশিয়াল পেজ ফলো করতে হবে। পরে এখানে দেওয়া যশ মির্জার ছবিটি একইভাবে লাইক, কমেন্ট ও শেয়ার করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।