ব্যাংকে নগদ ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা উঠলো

নগদ ডলারের দাম

জুমবাংলা ডেস্ক : তীব্র সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম বেড়েই চলেছে। ব্যাংকে এখন নগদ ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকায় উঠেছে। একটি বেসরকারি ব্যাংক এখন এ দামে নগদ ডলার বিক্রি করছে। অন্যান্য বেশির ভাগ ব্যাংকে ১১১ থেকে ১১২ টাকায় প্রতি ডলার বিক্রি হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যাংকে ১১০ টাকায় ডলার বিক্রি হচ্ছে।

নগদ ডলারের দাম

দাম বাড়লেও ব্যাংকগুলোতে গ্রাহকরা চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না। ফলে অনেকেই কার্ব মার্কেট থেকে ডলার কিনছেন। এদিকে কার্ব মার্কেটে চাহিদা বাড়ায় ওখানেও এর দাম বাড়ছে। গত রোববার প্রতি ডলার সর্বোচ্চ ১১৮ টাকা দরে বিক্রি হয়েছে। এখন দাম আরও কিছুটা বেড়েছে।

সূত্র জানায়, বর্তমানে মেঘনা ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা করে বিক্রি করছে। বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১১২ টাকা করে বিক্রি করছে। আল আরাফাহ ব্যাংক ১১১ টাকা ৭৫ পয়সা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১১ টাকা ৬০ পয়সা, আইএফআইসি, সিটি ব্যাংক এনএ, এক্সিম, গ্লোবাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, পদ্মা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ১১১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে।

অন্য ব্যাংকগুলো ১১০ থেকে ১১১ টাকার মধ্যে বিক্রি করছে। দুটি ব্যাংক ১১০ টাকার নীচে ডলার বিক্রি করছে।

ডলার বিক্রির গড় দাম ১১০ টাকা ৮০ পয়সা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক ১০৯ টাকা ৫০ পয়সা, রূপালী ব্যাংক ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে।

এবার রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

এদিকে কার্ব মার্কেটে প্রতি ডলার কোথাও কোথাও ১২০ টাকা দরেও বিক্রি হচ্ছে। তবে গড়ে ১১৭ টাকা ৮০ পয়সা থেকে ১১৮ টাকার মধ্যেই বেশির ভাগ ডলার বেচাকেনা হচ্ছে।