জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সার্বিকভাবে ব্যাংকে টাকা তোলার চেয়ে জমা বেশি হচ্ছে। গত দুই দিনের হিসাবে দেখা গেছে, তারল্য সংকটে থাকা ৯টি ব্যাংকসহ সব ব্যাংকের নগদ টাকার প্রবাহ পজিটিভ। গতকাল এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের একারই ৬০০ কোটি টাকার মতো ডিপোজিট পজিটিভ ছিল গত রবিবার। তার আগের দিন ছিল ৩০০ কোটি টাকা। অর্থাৎ আমানত তোলার চেয়ে জমা হচ্ছে বেশি। তিনি আরও বলেন, আমাদের রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। অনেক ইসলামী ব্যাংকে রেমিট্যান্সের প্রবাহ ভালো।
ফলে তারল্যের একটি উৎস বেড়েছে। রেমিট্যান্স বিক্রি করলে টাকাটা চলে আসবে। ঋণপত্র (এলসি) খুললেও মার্জিনের টাকাটা নগদ পেয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।