ব্যাংকে টাকা তোলার হিড়িক

Bank

জুমবাংলা ডেস্ক : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যাংকগুলোতে টাকা উত্তোলনে গ্রাহকদের ভিড় লেগেছে।

Bank

আগামী সোমবার (১৭ জুন) উদযাপিত হবে কোরবানির ঈদ। তাই ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর রয়েছে টানা পাঁচদিনের ছু‌টি।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈ‌নিক বাংলা, পল্টনসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘু‌রে গ্রাহকের ভিড় ও টাকা তোলার চাপ লক্ষ্য করা গেছে।

দেখা গেছে, প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহক। নগদ টাকা উত্তোলনের চা‌পে সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা। নতুন টাকা নেয়ার পাশাপা‌শি বি‌ভিন্ন চালানপত্র, ডি‌পো‌জিটসহ বি‌ভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গে‌ছে।

বৃহস্পতিবার দুপু‌রে ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসে গি‌য়ে দেখা যায়, গ্রাহ‌কের ব্যাপক ভিড়। দীর্ঘ লাই‌নে টাকা উত্তোলনের জন্য গ্রাহক দাঁড়ি‌য়ে আছেন। অনেকে লাইনে অপেক্ষা করছেন নতুন টাকার জন্য।

সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. শ‌ফিকুল ইসলাম বলেন, এ সপ্তাহে অন্যান্য সম‌য়ের তুলনায় ৩০ শতাংশ লেনদেন বে‌ড়েছে। এখা‌নে জমার চেয়ে উত্তোলনের পরিমাণই বেশি। তবে নগদ টাকার সংকট নেই।

তিনি বলেন, গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়া হচ্ছে। এছাড়া এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা নেয়া হ‌য়ে‌ছে। গ্রাহক বুথ থে‌কে চা‌হিদা অনুযায়ী টাকা তুল‌তে পার‌বেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্র‌য়ের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় সী‌মিত প‌রিস‌রে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখ‌তে বলা হ‌য়ে‌ছে। ঐ তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে।

চোখ স্থির রেখে ছবিটির দিকে তাকান আর দেখুন কি ঘটে আপনার সঙ্গে

এছাড়া রাজধানী ঢাকার দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি করর্পো‌রেশন এবং নাটোরের সিংড়া পশুর হা‌টের সংলগ্ন ব্যাং‌কের শাখা ও উপশাখা খোলা রাখার নি‌র্দেশ দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।