আন্তর্জাতিক ডেস্ক : কোটিপতি হতে কে না চায়! পাশাপাশি, বিপুল অর্থের অধিকারী হয়েও স্বাচ্ছন্দে জীবন কাটাতে চান সকলেই। তবে, এবার আমরা আপনাদের এমন এক যুবকের কথা জানাবো যিনি হয়েছিলেন “ক্ষণিকের কোটিপতি”! হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও কথাটা কিন্তু একদমই সত্যি।
সর্বোপরি, সেই টাকাকে কাজেও লাগিয়ে ফেলেন তিনি। মূলত , সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে আমরা প্রায়শই বিভিন্ন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছি। এবারও ঠিক সেইরকমই এক ঘটনা ঘটল গুজরাতের আমদাবাদের বাসিন্দা রমেশ সাগরের সাথে।
জানা গিয়েছে, ফোনে আসা একটি মেসেজ দেখেই চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই যুবকের। অ্যাকাউন্টে একই সাথে কোটি কোটি টাকা দেখে রীতিমতো ভিরমি খেয়ে যান তিনি। যদিও, খানিকটা ধাতস্থ হয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন রমেশ। দেখা যায়, ১১ কোটি টাকারও বেশি এসে উপস্থিত হয়েছে তাঁর অ্যাকাউন্টে।
খবর অনুযায়ী, গত ছ’বছর ধরে সাগর শেয়ার বাজারে নিয়মিত বিনিয়োগ করেন। এমতাবস্থায়, গত ২৬ জুলাই সকালে তিনি লক্ষ্য করেন যে, তাঁর ডিম্যাট অ্যাকাউন্টে মোট ১১ কোটি ৭৭৬ লক্ষ টাকা জমা হয়েছে। এদিকে, এই মেসেজ পেয়েই তিনি বারংবার অ্যাকাউন্টটি খতিয়ে দেখে বিষয়টির সত্যতা যাচাই করেন। তারপরেই তিনি বুঝতে পারেন যে, হঠাৎ করেই কোটিপতি হয়ে গিয়েছেন তিনি।
পাশাপাশি, যেহেতু তিনি নিয়মিত শেয়ার বাজারে লগ্নি করেন, তাই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি তৎক্ষণাৎ ওই টাকা থেকে প্রায় ২ কোটি টাকা সরাসরি শেয়ার বাজারে লগ্নি করে ফেলেন। শুধু তাই নয়, তিনি সেখান থেকে বিপুল অঙ্কের লাভও পেয়ে যান। জানা গিয়েছে, ওই ২ কোটি টাকা বিনিয়োগের বিনিময়ে সাগর মোট ৫ লক্ষ টাকা লাভ করেন।
যদিও, সাগর মাত্র কিছু সময়ের জন্যই কোটিপতি হতে পেরেছিলেন। কারণ, কয়েক ঘণ্টা পরই তাঁর অ্যাকাউন্ট থেকে বাকি টাকা উধাও হয়ে যায়। তবে, ততক্ষণে সাগরের “লক্ষ্মীলাভ” ঘটে গিয়েছে। পাশাপাশি, এই বড় প্রযুক্তিগত ত্রুটির জন্য দুঃখপ্রকাশ করে ব্যাঙ্কের তরফে সাগরের কাছে একটি বার্তা আসে বলেও জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।