Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের পরিকল্পনা যেভাবে
জাতীয়

ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের পরিকল্পনা যেভাবে

Shamim RezaMarch 14, 20255 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দুই বছর আগে রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ছিনতাই হওয়া টাকার মধ্যে ৮ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে ডিবি পুলিশ। ৩ কোটি ১৫ লাখ টাকার হদিস এখনো মেলেনি।

Bank

২০২৩ সালের ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি থেকে এই ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় ২০২৩ সালের ৯ মার্চ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ডাকাতিতে জড়িত ১৩ আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে ১২ জনের কাছ থেকে ডাকাতির ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়৷

প্রায় দুই বছর তদন্ত শেষে গত ১৯ জানুয়ারি মামলার তদন্তকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আতাউর রহমান ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

চার্জশিটভূক্ত আসামিরা হলেন- সোহেল রানা শিশির ওরফে সোহেল ওরফে রানা ওরফে সোহেল রানা ওরফে শিশির, মো. আকাশ আহম্মেদ বাবলু ওরফে বাবলু মিয়া ওরফে হাজারি, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব ওরফে নুরু, মো. এনামুল হক বাদশা, মো. বদরুল আলম, মো. সোনাই মিয়া, মো. মিলন মিয়া, নিজাম উদ্দিন ওরফে মো. হৃদয়, মিজানুর রহমান, মো. আকাশ মাদবর, সাগর মাদবর, সানোয়ার হাসান, ইমন ওরফে মিলন জমাদ্দার, মো. মোস্তফা ও মো. জনি মিয়া।

এদের মধ্যে মোস্তফা ও জনি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আগামি ২০ এপ্রিল এ মামলার চার্জশিট আদালতে উপস্থাপনের তারিখ ধার্য রয়েছে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “এ মামলায় ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছি। গ্রেপ্তার আসামিদের কাছে থেকে ৮ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে সুনামগঞ্জে বাড়ি অভিযুক্ত মোস্তফা ও জনিকে গ্রেপ্তার করা যায়নি। ধারণা করছি, লুণ্ঠিত অবশিষ্ট ৩ কোটি ১৫ লাখ টাকা তাদের কাছে রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পারলে অবশিষ্ট টাকা উদ্ধার করতে পারবো। তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছি।”

চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেন, “আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রত্যেকেই একে অপরের পূর্ব পরিচিত। তাদের মধ্যে প্রায়ই মোবাইল ফোনে যোগাযোগ হতো। আসামি সোহেল, আকাশ, হাবিবুর ও এনামুল দলনেতা এবং এ ডাকাতির ঘটনা সংঘটনের মূল পরিকল্পনাকারী। অন্যরা তাদের কথা মেনে চলে। সোহেল রানা ২০২১ সালের ৩ মার্চ মিরপুর ডিওএইচএস এ অবস্থিত মানি প্লান্ট লিংক প্রাইভেট কোম্পানি লিমিটেডে ড্রাইভার হিসেবে ১৬ হাজার টাকা বেতনে চাকরি নেন। এক বছর পর চাকরি ছেড়ে দেন। কোম্পানির অন্যান্য ড্রাইভার ও উর্ধ্বতন কর্মকর্তারা ডাচ বাংলা ব্যাংকের টাকা বুথে ফিডিং করার জন্য কখন, কোথায়, কোন পথে নিয়ে যায় এ বিষয়ে ভালোভাবে খোঁজখবর রাখতেন তিনি। এনামুল ও সোহেলের কু-প্ররোচনায় আকাশ ও হাবিব পূর্বপরিকল্পনা মোতাবেক ডাকাতি করার উদ্দেশ্যে অন্য আসামিদের নিয়ে ২০২৩ সালের ৮ মার্চ রাজধানীর বনানীর একটি হোটেলে একত্রিত হন। পরদিন ৯ মার্চ ভোর ৪/৫ টার দিকে বনানীর হোটেল থেকে পায়ে হেঁটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রী ছাউনিতে আসেন।”

তদন্ত কর্মকর্তা বলেন, “আকাশ মাদবর মাইক্রোবাস ভাড়ায় চালান। তিনি ঘটনার দিন ৯ মার্চ ভোরে ৮ হাজার টাকা ভাড়ায় তার মালিককে সিলেটে যাওয়ার মিথ্যা কথা বলেন। পরে আসামিরা তাকেসহ তারা গাড়ির পিছনের সিটে বসে এবং সোহেল গাড়ির ড্রাইভার হিসাবে গাড়িটি কিছু দূরে চালিয়ে একটি গ্যাস পাম্পে যান। তারপর ৫০০ টাকার গ্যাস নেন। পরবর্তীতে আসামিরা উত্তরার মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তায় ডাচ্ বাংলা ব্যাংকের টাকা ভর্তি গাড়ি ডাকাতি করার জন্য অপেক্ষা করতে থাকে। সকাল ৬ টা ৫৫ মিনিটে মিরপুর ডিওএইচএস থেকে মানি প্ল্যান্ট লিংক কোম্পানি লিমিটেডের পাঁচজনের একটি টিম চারটি ট্রাংক ভর্তি মোট ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে সাভার ও আশুলিয়া এলাকায় ডাচ্ বাংলা এটিএম বুথে টাকা ফিডিং করার উদ্দেশ্যে রওনা করে। সকাল ৭ টার দিকে আসামি সোহেল গাড়িটি রাস্তায় চলমান অবস্থায় দেখতে পেয়ে মোবাইল ফোনে প্রথমে এনামুলকে জানান।

তুরাগ থানাধীন উত্তরা ১৬ নাম্বার সেক্টর এলাকায় পৌঁছালে আসামিরা তাদের মাইক্রোবাসটি ডানদিক থেকে বামদিকে চাপদিয়ে সামনে গিয়ে টাকা ভর্তি মাইক্রেবাসটি থামায়। ডাকাতরা গাড়ি থেকে নামে এবং সবাইকে কিলঘুসি মারে ও গালিগালাজ করেন।হাবিব টাকা ভর্তি গাড়ির ড্রাইভার অহিদুজ্জামানের কাছে থেকে জোর করে গাড়ির চাবি কেড়ে নেয়। অন্য ডাকাতরা বাকি চারজনকে রাস্তার পার্শ্বে ঝোপঝাড়ে আটকে রাখে। পরে তারা গাড়িটি নিয়ে সামনে পঞ্চবটির দিকে ৩/৪ মিনিট চালানোর পর গাড়িটি থামিয়ে টাকা ভর্তি চারটি ট্রাংক তাদের গাড়িতে উঠিয়ে নেয়। তারপর মিরপুর ১২ নম্বর হয়ে পূর্বাচল ৩০০ ফিট রাস্তায় আসেন। সেখানে ট্রাংকের তালা ভেঙ্গে লুট করা ৭ কোটি ৩৬ লাখ টাকা ভাগ করে নিয়ে যার যার মতো চলে যান। তিনটি ট্রাংক ভর্তি অবশিষ্ট ৩ কোটি ৮৯ টাকা এবং গাড়িসহ ড্রাইভার আকাশ মাদবর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অবস্থান করে।”

যার কাছ থেকে যত টাকা উদ্ধার :

ঘটনাটি ডিবি পুলিশ অবগত হওয়ার পর এর সাথে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। তাদের কাছ থেকে ৮ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনার দিনই খিলক্ষেত থানাধীন লা মেরিডিয়ান হোটেলের কাছ থেকে একটি কালো রংয়ের হাইয়েস মাইক্রোবাস থেকে ট্রাংকসহ ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ১১ মার্চ বনানী থেকে সানোয়ার হোসেনের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ১৩ মার্চ ভাটারা থানাধীন জোয়ার সাহারায় মিলনের কাছ থেকে ৩২ লাখ ৪৭ হাজার, দক্ষিণ খানের নর্দায় আকাশ ও সাগরের কাছ থেকে ১ কোটি ৭ লাখ, বনানী কড়াইল বস্তি থেকে নিজাম উদ্দিনের কাছ থেকে ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ১৪ মার্চ নেত্রকোনার দূর্গাপুর থানাধীন পূর্ব বাকল জোড়া গ্রামের মিলনের বাড়ি থেকে ১০ লাখ, আকাশ আহমেদের দেখানো মতে খিলক্ষেত থানাধীন একটি গ্যারেজ থেকে ২০ লাখ, ১৭ মার্চ পল্লবী থানাধীন সাগুপ্তাস্থ শিশিরের রুম থেকে ৬ লাখ, ১৮ মার্চ সাভার থানাধীন হেমায়েতপুর শিশিরের বোনের বাসা থেকে ৮১ লাখ ৫০ হাজার, ২০ মার্চ খিলক্ষেত থানাধীন আকাশ আহমেদ বাবুলের দেখানো মতে বাসা থেকে ৪ লাখ ৮০ হাজার, ২১ মার্চ শাহ আলী থানাধীন মিরপুর-১ থেকে তার খালাতো শ্যালিকার কাছ থেকে ৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ৩০ মার্চ গোপালগঞ্জ থানাধীন হরিদাসপুর থেকে হাবিবুর রহমানের বাড়ির নিচ থেকে ৬ লাখ, ময়লার স্লাব থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

Best Smartphones Under Rs 10000 : কম দামে সেরা ৫টি ফোন!

২০২৩ সালের ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দিনগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১১ কোটি ছিনতাই ছিনতাইয়ের টাকা পরিকল্পনা ব্যাংকের যেভাবে সোয়া
Related Posts
আগুন

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

December 23, 2025
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

December 23, 2025
Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

December 23, 2025
Latest News
আগুন

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভোটের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ

Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

নতুন দায়িত্বে ডিআইজি

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

gun man

নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ রেলওয়ে

বিএনপিকে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে : রেলপথ উপদেষ্টা

Police

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.