হরিয়ানার পঞ্চকুলায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ব্যাংকের ম্যানেজারের অফিসে ঢুকে এক তরুণী হিন্দি গানের তালে রিল ভিডিও শুট করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রশ্ন উঠেছে।

ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ম্যানেজার তাঁর ডেস্কে বসে কাজ করছেন। এমন সময় এক তরুণী তাঁর অফিসে প্রবেশ করেন। ভিডিওর দৃশ্য অনুযায়ী, তরুণী ম্যানেজারের গলা জড়িয়ে ধরে এবং ঠোঁট মিলিয়ে একটি জনপ্রিয় হিন্দি গানের (যার কথায় ছিল: “সারা দিন তুম কাম করোগে তো পেয়ার কব করোগে”) সঙ্গে রিল শুট করছেন। এমনকি, ভিডিওটির এক পর্যায়ে তরুণীকে ম্যানেজারের গালে চুম্বনও করতে দেখা যায়। ম্যানেজার তাঁর অফিসের টেবিলে কাজের কাগজপত্র ছড়ানো থাকা সত্ত্বেও তরুণীর এই কাজে কোনো রকম বাধা দেননি।
ভিডিওটি ‘নীতিনত্যাগী’ নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হওয়ার পর দ্রুতই ভাইরাল হয়। নেটাগরিকরা এই ঘটনাকে ‘পেশাদারিত্বের অবমাননা’ এবং ‘কর্মক্ষেত্রের শৃঙ্খলা ভঙ্গ’ হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা শুরু করেছেন।
নেটাগরিকদের মন্তব্য: একজন নেটাগরিক এই ঘটনাকে “পেশাদারিত্বের নামে উপহাস” বলে মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, “কর্মক্ষেত্রের শৃঙ্খলা এবং ভাবমূর্তি উভয়ই গুরুত্বপূর্ণ। এটি লজ্জাজনক ঘটনা।” অনেকেই ম্যানেজারের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ভিডিওতে থাকা তরুণীর পরিচয় এখনও নিশ্চিত নয়। তিনি ওই ব্যাংকের কর্মচারী কিনা, বা ম্যানেজারের কোনো আত্মীয় কিনা, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রদান করেনি। তবে এই ভিডিওর কারণে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



