জুমবাংলা ডেস্ক : দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। বুধবার থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। একই দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে দেশের সব ব্যাংকও। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত সময়ের জন্য অফিস খোলে। গত ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৮ জুলাই থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।