আন্তর্জাতিক ডেস্ক : ব্লকচেইন পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে ইতিহাস গড়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এফনালিটির (ব্লকচেইন-ভিত্তিক পেমেন্ট সংস্থা) শেয়ারহোল্ডার লয়েডস ব্যাংকিং গ্রুপ, স্যান্টান্ডার এবং ইউবিএসের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো লেনদেন সম্পন্ন করেছে। তারা এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এমন লেনদেন করতে পেরেছে। খবর ইউরো নিউজ।
এফনালিটির প্রাথমিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে পাইকারি পেমেন্ট বাড়ানো এবং পেমেন্ট পদ্ধতি সহজ করা। এফনালিটির লক্ষ্য আর্থিক বাজারে লেনদেনের জন্য নিষ্পত্তি প্রক্রিয়ার সময় ও ব্যয় উভয় কমিয়ে আনা।
ব্যাংক অব ইংল্যান্ডের যৌথ (অমনিবাস) অ্যাকাউন্ট ব্যবহার করে স্টার্লিংয়ের মাধ্যমে সরাসরি পেমেন্টগুলো করা হয়। উদ্ভাবনী প্রযুক্তি ও প্রতিযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্যে যৌথ অ্যাকাউন্ট ২০২১ সালে চালু করা হয়েছিল। এটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিতে বিনিয়োগ করা অর্থ একত্রিত করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি অর্থ প্রদানে জড়িত প্রতিষ্ঠানগুলোর জন্য আস্থা তৈরি করেছে।
এফনালিটির শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাকস, বারক্লেজ, বিএনপি পারিবাস, বিএনওয়াই মেলন, সিআইবিসি, কমার্সব্যাংক, ডিটিসিসি, ইউরোক্লিয়ার, আইএনজি, কেবিসি, মিজুহো, এমইউএফজি ব্যাংক, নাসডাক ভেঞ্চারস, নোমুরা, সুমিতোমো মিতসুই, স্টেট স্ট্রিট ও উইজডমট্রি।
মূলত এফনালিটি ফার্মটির লক্ষ্য হলো, ডলার ও ইউরোর মতো প্রধান মুদ্রাগুলোর জন্য নিয়ন্ত্রিত ব্লকচেইন-ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু করা, যা সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকগুলোর তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইউবিএসের ব্যবস্থাপনা পরিচালক (প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ভেঞ্চার) হায়দার জেফরি জানান, বিশ্বব্যাপী প্রভাবশালী একটি নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করা প্রয়োজন। এফনালিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে ব্যাংক অব ইংল্যান্ডের অনুমোদিত কাঠামোর মধ্যে কার্যক্রম সম্প্রসারণ করা।
এফনালিটি আরো ব্যাংককে ব্যবসার অংশীদার করতে চায়। এছাড়া আন্তঃসীমান্ত সেবার অংশ হিসেবে ডিজিটাল সিকিউরিটিজ সেটেলমেন্টসহ ইন্ট্রাডে রেপো এবং ইন্ট্রাডে এফএক্স সোয়াপের মতো লেনদেন চালু করার পরিকল্পনা রয়েছে। এটিকে প্রথাগত আর্থিক ব্যবস্থার সঙ্গে ব্লকচেইন প্রযুক্তির সংযুক্তির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।