ব্যাংক থেকে লোন না নিয়েও পেলেন নোটিশ, গ্রেফতার আতঙ্কে ভুগছেন তারা

ব্যাংক থেকে লোন না নিয়েও

জুমবাংলা ডেস্ক : কোন প্রকার ব্যাংক থেকে ঋণ গ্রহণ না করেও নোটিশ পেয়ে গ্রেফতার আতঙ্কে ভুগছেন কলাপাড়ার অর্ধশতাধিক পরিবার। হয়রানি থেকে বাঁচতে করেছেন মানববন্ধন।

ব্যাংক থেকে লোন না নিয়েও

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৬ সালে রাস্তার মাটি কাটার কাজ করার কথা বলে নেয়া হয়েছে এসব পরিবারের ভোটার আইডি ও ছবি। আর এ ভোটার আইডি ও ছবি ব্যবহার করে সোনলী ব্যাংকের আওতায় স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের নামে ৩৫ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছে একটি প্রতাকর চক্র।

বর্তমানে সোনালী ব্যাংক থেকে প্রেরিত এক নোটিশে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এসব পরিবারের মাঝে। তাই এ প্রতারণার খপ্পর থেকে বাঁচতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে অসহায় পরিবারের সদস্যরা।

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের নিয়ম

এ বিষয়ে কলাপাড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল আহসান বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।