বিনোদন ডেস্ক: আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে নাট্য নির্মাতা অঞ্জন আইচের প্রথম ছবি ‘আগামীকাল’। সাইকো থ্রিলার গল্পের ছবিটিতে ইমন, মম, সুচনা আজাদের সঙ্গে অভিনয় করেছেন নাট্য অভিনেতা টুটুল চৌধুরী। এতে দর্শক তাকে খল অভিনেতা হিসেবে দেখতে পাবেন। সিনেমাতেও তার নাম টুটুল।
টুটুল চৌধুরী অভিনীত প্রথম ছবি এটি। ছবিটি নিয়ে তিনি বললেন, প্রতিটি দৃশ্যে ঘটন অঘটনের ব্যাপার আছে। আমার বিশ্বাস ছবিটির গল্প দর্শকদের নিরাশ করবে না। সেই সঙ্গে টুটুল চরিত্রটিও দর্শকরা উপভোগ করবেন।
তবে সিনেমায় খল অভিনেতা হিসেবে অভিষেক হলেও নাটকে এমন এন্টিহিরো হিসেবে আগেই অভিনয় করেছেন। ‘কাচের পুতুল’ নামে দীর্ঘ একটি ধারাবাহিকে খল চরিত্রে এর আগে দর্শক তাকে দেখেছেন ।
পেশাগত জীবনে টুটুল চৌধুরী একজন ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম হিসেবে কর্মরত। তবে অভিনয়ের শুরুটা ছোটবেলা থেকেই। তার স্ত্রী পুলিশের ডিআইজি সালমা বেগম।
টুটুল চৌধুরী বলেন, ‘মানুষ তার দৈনন্দিন পেশাগত কাজের বাইরে যে কাজটি করেন, সেটা ‘বিনা কাজ’ আর ওই বিনা কাজটাই তার আসল পরিচয়। আমি মনে করি পেশাগত কাজের বাইরে আমি যে অভিনয় করছি। এটাই আমার আসল পরিচয়।’
ব্যাংকের বড় কর্মকর্তা হয়েও নাটক সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করাটা অফিসের সহকর্মীরা দারুণ উপভোগ করেন বলেই জানালেন এই অভিনেতা। একই সঙ্গে বিষয়টি গর্ব করেও বলেন তারা।
টুটুল চৌধুরী বলেন, ‘ব্যাংকের বড় পদে কাজ করলেও অভিনয় আমার প্রাণ। ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত আমি। তাই অভিনয়টা ভালোবেসেই করা। আমার এই ভালোবাসার জায়গাটাকে আমার কলিগরাও এপ্রিশিয়েট করেন। তারা বলেন আপনি আমাদের ব্যাংকের গর্ব। বিষয়টি আমারও ভালো লাগে। কাজের প্রেরণা পাই।
কলিগরা বিষয়টি ভালোভাবে নিলেও তার স্ত্রী মাঝে মাঝে বলেন বড় পদে চাকরি করছো এখন অভিনয় করার কি দরকার। তবে যখন কোথাও গেলে মানুষ তাকে অভিনেতা হিসেবে চিনেন, ছবি তুলতে আসেন, বলেন ওমুক নাটকে আপনার অভিনয় ভালো লেগেছে । তখন পরিবারও খুশি হয়। অভিনয় নিয়ে এগিয়ে যেতে বলে। যোগ করেন এই অভিনেতা।
টুটুল চৌধুরী অভিনীত নাটকের সংখ্যা প্রায় শতাধিক। নাটকে অভিনয়ের থিতু হওয়া এই অভিনেতা এবার অভিনয়ের ঝলক দেখাতে চান চলচ্চিত্রে। দেখা যাক আগামী ৩ জুন ‘আগামীকাল’ নিয়ে কতটা দর্শকদের কাছাকাছি যেতে পারেন তিনি।
‘আগামীকাল’ ছাড়াও কানামাছি নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যা এ চলতি বছরই মুক্তির সম্ভাবনার কথা জানালেন টুটুল চৌধুরী।
যে ৫ টি বিশেষ কারণে ‘লাল সিং চাড্ডা’ ভেঙে ফেলতে পারে ‘কেজিএফ ২’র রেকর্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।