মাহাবুর রহমান : গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এর নেতা জাহিদ হাসানকে (২৩) থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে। তিনি উপজেলার টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং কাশেরা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন সময় জাহিদ হাসানের নেতৃত্বে তাদেরকে বাধা দেওয়া হয় এবং ছাত্র জনতার উপর হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধে বিগত সরকারের সময় টোক এলাকায় তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা ও দাপট কাজে লাগিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায়, জবর দখল ও এক তরফা সালিশি বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের টোক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।