জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘায় রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। প্রতিটি মাছের ওজন প্রায় ৫০০-৮০০ গ্রাম। প্রতি কেজি মাছ বিক্রি করা হচ্ছে ২০০ টাকা। শুক্রবার দুপুরে উপজেলার দিঘা বাজারে এই মাছ বিক্রি করতে দেখা যায় আবদুল লতিফ নামের এক ব্যবসায়ীকে।
উপজেলার দিঘা বাজারে বিক্রির জন্য হরেক রকম মাছের সঙ্গে পিরানহা নিয়ে বসেছেন মাছ বিক্রেতা লতিফ। প্রতিটি মাছের দাঁতগুলো প্রায় মানুষের দাঁতের মতো। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করেন তিনি।
এ মাছ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন বিক্রি করছেন জানতে চাইলে লতিফ বলেন, ‘মাছ তো মাছই।
এ মাছ নওগাঁর আত্রাই বাজারের আড়ৎ থেকে রূপচাঁদা মাছ জেনে ১৭ কেজি কিনেছি। সেখান থেকে উত্তরা ট্রেনে আব্দুলপুর রেল স্টেশনে নেমে দিঘা বাজারে এসে বিক্রি করছি।’
তিনি আরো বলেন, ‘অন্য মাছের তুলনায় দাম কম হওয়ায় বাজারে এ মাছের ভালো চাহিদা। এ মাছ খেলে কোনো ক্ষতি হয় না, জেনে বিক্রি করতে নিয়ে এসেছি।
তবে সরকার এ মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সেটা আমার জানা নেই।’
উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, ‘পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। এগুলো রাক্ষুসে স্বভাবের। এ মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। এ কারণে সরকার ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছেন। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।