বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাওর অধ্যুষিত সুনামগঞ্জের মানুষের কাছে বারবার ছুটে গেছেন। ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুনামগঞ্জে গেছেন সাত বার। চষে বেড়িয়েছেন হাওরের বিভিন্ন উপজেলা।

দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া প্রথম সুনামগঞ্জ সফরে যান ১৯৮৭ সালের ২৪ অক্টোবর। সেদিন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। হাওরের মানুষকে দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা। কথা দিয়েছিলেন, সুযোগ পেলে আবার হাওরে আসবেন।
কথা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। তার তিন বছর পর ১৯৯০ সালে যান ছাতক ও ধর্মপাশা উপজেলায়। ১৯৯২ সালে গিয়েছিলেন তাহিরপুর উপজেলায়। তার এক বছর পর ১৯৯৩ সালে গেছেন সুনামগঞ্জ পৌর শহরের জেলা স্টেডিয়ামে। ২০০১ সালে আবার যান সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায়। এছাড়া, ২০০৪ সালে বন্যার সময় সুনামগঞ্জ সদর উপজেলায় গিয়েছিলেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী বিদ্যালয়ে দিয়েছিলেন ত্রাণ। সেই সময় বলেছিলেন, হাওরের মানুষ না খেয়ে মারা যাবে না। আমি খালেদা জিয়া আপনাদের পাশে থাকব সবসময়।
২০০৫ সালে ছাতক যান বেগম খালেদা জিয়া। সেই সময় লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় সেতুর উদ্বোধন করেন তিনি। সর্বশেষ সুনামগঞ্জ যান ২০০৬ সালে। এরপর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আর যেতে পারেননি। তবে, নেতাকর্মীদের কাছ থেকে সবসময় খোঁজ খবর রেখেছেন।
বেগম খালেদা জিয়ার প্রথম সুনামগঞ্জ সফরের জনসভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ।
তিনি বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুনামগঞ্জের হাওরের মানুষের কাছে বারবার ছুটে এসেছেন। আজকের সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার হাত ধরেই। আব্দুল জহুর সেতু হওয়ায় সুনামগঞ্জ সদরের ৫টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এছাড়া, ছাতক সেতু সুনামগঞ্জের অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রেখেছে। দেশনেত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসতেন। সবসময় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে সুনামগঞ্জের খবর রেখেছেন। আজ তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। হাওরের মানুষ তাকে আজীবন স্মরণ রাখবে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


