পোশাক বিভ্রাটে নাস্তানাবুদ সুহানা খান, ৫টি ঘটনা আপনাকে চমকে দিবে

সুহানা খান

বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খানের কন্যা সুহানা খান তারই মতো করে হয়ে উঠছেন জনপ্রিয়। শুধুমাত্র শাহরুখ খানের কন্যা হিসাবে না, তিনি এখন একইভাবে জনপ্রিয় তার স্টাইল এবং তার ফ্যাশন সেন্সের জন্য। বিভিন্ন পোশাকে তাকে দেখতে লাগে একেবারে অপ্সরার মতোই। তবে, কোনো সময়ে এমনও হয়েছে যখন এই পোশাকের জন্যই তাকে হতে হয়েছে নানা সমস্যার সম্মুখীন।

সুহানা খান

কখনো আইপিএল ম্যাচে ওভার এক্সপোসিং পোশাক আবার কখনো বিয়েবাড়িতে ভারতীয় পোশাকে সমস্যা। সুহানা খান বারবার থেকেছেন শিরোনামে। আজকে তার ৫টি উপস মোমেন্ট নিয়েই আলোচনা। চলুন দেখে নেওয়া যাক, কখন কোথায় এই সমস্যায় পড়েছেন শাহরুখ কন্যা।

আইপিএল ম্যাচ
কলকাতা নাইট রাইডার্সের একটি আইপিএল ম্যাচে তাকে দেখা গিয়েছিল একটি হলুদ রঙের পোশাক পরতে। সেই দিন ম্যাচে বন্ধু সুহানার দল কেকেআরকে সমর্থন করতে এসেছিলেন তার বন্ধু অনন্যা পান্ডে। তবে সেই ম্যাচে সুহানার এই পোশাকে দেখা যায় তার ক্লিভেজ। সেই ম্যাচের সেই অংশটি নিয়ে কম বিতর্ক হয়নি।

ভারতীয় পোশাক নিয়ে সমস্যা
এইবারের পোশাক বিভ্রাট হয়েছিল কারো একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ভারতীয় পোশাকেই উপস্থিত ছিলেন সুহানা। তবে, সেইদিন সেই পোশাকে তার ব্রা স্ট্র্যাপ দেখা গিয়েছিল পিছন থেকে। সেই ভিডিও নিয়ে চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।।

স্যালনের সামনে পড়ে যান সুহানা
একবার একটি স্যালোনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তবে সেখানে হাঁটতে গিয়ে তিনি হোচট খেয়ে পড়ে যান। এই বিষয়টি নিয়ে পাপারাজ্জিরা কম ট্রোল করেননি তাকে।

গার্লস পার্টিতে সমস্যা
একবার অনন্যা পান্ডে এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন সুহানা। তবে সেই পার্টিতে ছবি তুলতে গিয়ে বারবার নিজের পোশাক ঠিক করছিলেন তিনি। এই বিষয়টি নিয়ে পরে অনেক চর্চা হয়।

জঙ্গলের মাঝে সারি দিয়ে অদ্ভুত পাহাড়, এ যেন প্রকৃতির এক আজব খেলা

ক্রপ টপে সমস্যা
সম্প্রতি এয়ারপোর্টে একটি ক্রপ টপ ও জগারস পরে পোজ দিয়েছিলেন সুহানা। তবে সেই সময় তার ক্রপ টপের কিছু অংশের কারণেই তাকে পরে সমস্যায় পড়তে হয়েছিল।