আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিক্ষার্থী এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ১৮ বছর বয়সী বন্দুকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ভয় নয় বরং একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে।
বারাক ওবামা আরো বলেন, সারা দেশের বাবা-মা তাদের সন্তানদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে পরের দিন সন্তানদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনো জনপরিসরে যাওয়ার পর কী ঘটতে পারে, তা নিয়ে অভিভাবকরা চিন্তিত।
তিনি আরো বলেন, টেক্সাসের পরিবারগুলোর সঙ্গে মিশেল এবং আমি শোকাহত। তারা এমন এক ধরনের যন্ত্রণা সহ্য করছে, যে পরিস্থিতিতে কারোই পড়া উচিত নয়।
ওবামা আরো বলেন, স্যান্ডি হুকের প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে। তিনি মনে করেন, এটা ভয়ে নয় বরং এটি ঘটেছে বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা; যারা এসব ট্র্যাজেডি প্রতিরোধে সহায়ক হতে পারে এমন কোনো কাজ করতে ইচ্ছুক নয়।
সূত্র : সিএনএন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।