আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করেছেন, গাজায় ইসরাইলি কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য ‘কঠোর মনোভাব’ তৈরি করতে পারে।
সোমবার মার্কিন ব্লগিং সাইট মিডিয়ামে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা বলেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের কিছু পদক্ষেপ, যেমন গাজার বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও পানিসহ প্রয়োজনীয় মৌলিক চাহিদার সরবরাহ বন্ধ করা প্রসঙ্গে এই সতর্ক বার্তা আসে।
আরও বলেছেন, ‘এই পদক্ষেপগুলো ইসরাইলের জন্য বিশ্বব্যাপী সমর্থন হ্রাস করতে পারে। ইসরাইলের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের দীর্ঘমেয়াদি প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। হামাসের ঘটনা বিশ্ব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যে কোনো ধরনের সামরিক কৌশল যা মানবিক মূল্যকে উপেক্ষা করে তা শেষ পর্যন্ত বিপরীতমুখী হতে পারে।’
ওবামা ইসরাইলকে সমর্থন করার পাশাপাশি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে সতর্ক করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।