বিশ্বজুড়ে আলোচনায় বারাক ওবামার যে প্রেমপত্র

বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা একটি পুরোনো প্রেমপত্র সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রেমপত্রটি তিনি ১৯৮২ সালে তাঁর এক সাবেক প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বারাক ওবামার জীবনীকার ডেভিড গ্যারো একটি সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, চিঠিগুলো তিনি বারাক ওবামার সাবেক তিনজন প্রেমিকার কাছ থেকে পেয়েছেন।

বারাক ওবামা

একটি চিঠিকে বারাক ওবামা লিখেছেন, তিনি কল্পনায় প্রতিদিন পুরুষদের সঙ্গে প্রেম করেন। চিঠিগুলোতে এই সাবেক প্রেসিডেন্টের ‘সমকামী’ মনোভাব ফুটে উঠেছে। তিনি চিঠিগুলোতে পুরুষদের সঙ্গে সংযোগের কথা স্বীকার করছেন, তবে সবই ছিল কল্পনায়।

১৯৮২ সালে বারাক ওবামার বয়স ছিল ২১। তিনি তখন লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজের ছাত্র। তাঁর সহপাঠী ছিলেন অ্যালেক্স ম্যাকনি। ১৯৮২ সালের নভেম্বরে অ্যালেক্স ম্যাকনির কাছে একটি হৃদয় উজাড় করা চিঠি লিখেছিলেন ওবামা। সেই চিঠিতে তিনি লেখেন, সমকামিতার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, এর মাধ্যমে নিজেকে বর্তমান বাস্তবতা থেকে দূরে রাখা যায়, জীবনের অন্তহীন দুঃখকে প্রত্যাখ্যান করা যায়। এই কারণে তুমি দেখ, আমি প্রতিদিন মনে মনে পুরুষদের সঙ্গে প্রেম করি।

এই গল্পটি ডেভিড গ্যারো তাঁর ‘রাইজিং স্টার: দ্য মেকিং অফ বারাক ওবামা’ বইয়েও বলেছেন। বইটি ২০১৭ সালে প্রকাশিত হয়েছে। বারাক ওবমা ওই চিঠিতে আরও লিখেছেন, আমার মন অনেক বেশি সমকামীভাবাপন্ন। যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে মানুষ ভাবতে না পারব, নারীকে পুরুষের বিপরীতে ভাবতে না পারব, ততদিন পর্যন্ত আমার এ মনোভাব বাড়তেই থাকবে। এসব স্বীকারোক্তি সত্ত্বেও ওবামা তাঁর নিজের ‘পুরুষ’ পরিচয়টি স্বীকার করেছেন বলে জানান ডেভিড গ্যারো। তিনি বলেন, বারাক ওবামা কখনোই নিজেকে সমকামী বলে পরিচয় দেননি।

দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, অ্যালেক্সের কাছে লেখা চিঠিগুলো এখন এমরয় ইউনিভার্সিটিতে সংরক্ষিত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ১৯৯২ সালে মিশেল ওবামাকে বিয়ে করেন। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। ২০০৪ সালে ওবামা একবার বলেছিলেন, তিনি সমকামীতা পছন্দ করেন না।

নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই না : শ্রাবন্তী

একুশ বছর বয়সী ওবামার ওই সময়ের চিন্তাধারাকে ‘যৌবনের গান’ বলে অভিহিত করেছেন গ্যারো। তিনি বলেন, ‘আমি একজন ইতিহাসবিদ। মনোবিজ্ঞানী নই। তবে আমি মনে করি, বেশির ভাগ মানুষেরই যৌ’ন কল্পনা রয়েছে। বারাক ওবামা তার ব্যতিক্রম নন।’