জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শায় সাপের কামড়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তবে তাকে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি স্বজনরা। ধারণা করা হচ্ছে তাকে বিষাক্ত রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছে।
শুক্রবার (২১ জুন) রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফোরকান হোসেন (১২) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।
ফোরকানের চাচাতো ভাই সোহাগ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ফোরকান শার্শা উপজেলার কাশিপুর বেলতায় ফুপুর বাড়িতে বেড়াতে গেলে কোনো একসময় সাপে কাটে। বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে বাবা-মাকে জানায়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙুলে সাপের কামড়ের ক্ষত ছিল। হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।