স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে গত বছরের ২১ নভেম্বর মারাকানায় মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তবে ফলাফল ছাপিয়ে সেই ম্যাচ আলোচনায় থাকে দুই দলের সমর্থকদের দ্বন্দ্বের কারণে।
ম্যাচের আগে ব্রাজিলের পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচেও একের পর এক ফাউল করেন দুই দলের খেলোয়াড়রা। মারাকানার গ্যালারিতে আজ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয় জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ই। শৃঙ্খলা আনতে গিয়ে ব্রাজিলিয়ান পুলিশ বেশ কয়েকজন আর্জেন্টাইন ভক্তকে আহত করে। এ ঘটনায় লিওনেল মেসি ও তার সতীর্থরা তাদের (সমর্থকদের) নিরাপত্তা পরীক্ষা করার জন্য স্ট্যান্ডের দিকে এগিয়ে যান। এমনকি উঠে গিয়েছিলেন মাঠ থেকেও।
উত্তেজনাকর সেই ম্যাচের রেশ থাকে বেশ কিছুদিন। ম্যাচ শুরুর আগে সেই সংঘাতের তদন্ত করার ঘোষণা আগেই দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেসময় বলা হয়েছিল, ব্রাজিল দোষী হলে পেতে হতে পারে শাস্তি। বিশ্বকাপ বাছাইয়ে দলটির এক পয়েন্ট কাটা হতে পারে। এছড়া আর্থিক জরিমানা বা ফাঁকা মাঠে খেলার শাস্তিও দেওয়া হতে পারে।
অবশেষে সেই ম্যাচের জন্য ফিফার তরফ থেকে এল শাস্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৫০ হাজার সুইস ফ্রাঁ (৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করেছে ফিফা। জরিমানার কবলে পড়েছে আর্জেন্টিনাও। এএফএ’কে ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
শুধু সেই ম্যাচের জন্যই নয়, আর্জেন্টিনা আরও দুই ঘটনায় শাস্তি পেয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের অন্য দুই ম্যাচে ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইন সমর্থকরা বৈষম্যমূলক আচরণ করায় এএফএকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ (৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে ৫০ শতাংশের বেশি দর্শক মাঠে ঢুকতে না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।