বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’কে নিয়ে তৈরি হয়েছে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’। আইকনিক গল্পে নির্মিত ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত নির্মাতা গ্রেটা গেরউইগ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্গট রবি। মুক্তির আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা।
সিনেমাটি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে সবকিছু। দর্শক থেকে প্রেক্ষাগৃহ, শিশু থেকে বয়স্ক মানুষ। সকলেই মেতেছেন বার্বির গোলাপি রঙের উৎসবে। বার্বি আসক্ত হয়ে ‘বার্বি’ সেজেই সিনেমা হলে যাচ্ছেন অনেকে।
সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতা থেকে আসবাবপত্র। গোলাপি রঙে সাজছে সবকিছু। তবে এবার ‘বার্বি’ থিমে তাক লাগিয়ে দিলো গোলাপি কফিন! নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’র থিমে প্রস্তুত করেছে কফিন। এই আকর্ষণীয় গোলাপি কফিনের উপর লেখা হয়েছে, “এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।
কফিনের একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানিটি বলেছে, “যিনি মারা গেছেন তার বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহুর্তগুলোর প্রতিনিধিত্ব করবে এই কফিনটির উজ্জ্বল গোলাপি রঙ। আমাদের মারা যাওয়ার পর আমাদের গল্পগুলো মনে রাখা উচিত সকলের এবং এই গোলাপি রঙ বার বার সকলকে মনে করিয়ে দেবে সেটি। আমাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির একটি উদযাপন হবে এই রঙ।”
২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বার্বি। মুক্তির পরপরই তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি।
আম্বানির পাশাপাশি কোটিপতি হয়ে গেলেন তাঁর প্রতিবেশীরাও, রইল ধনকুবদের নাম
ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে বার্বি। বক্স অফিসে টেক্কা দিয়েছে ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস চলচ্চিত্র ওপেনহাইমারের সঙ্গে। গ্রেটা গেরউইগ পরিচালিত বার্বির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি। আরো রয়েছেন রায়ান গসলিং। সিনেমাটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রাদার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।