বিনোদন ডেস্ক : বহুল আলোচিত চলচ্চিত্র ‘বার্বি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে। দর্শক থেকে সমালোচক, সব মহলেই প্রশংসিত ‘বার্বি’। বক্স অফিসেও টানা রাজত্ব ধরে রেখেছে সিনেমাটি। ইতিমধ্যে বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে সিনেমাটি।
কিছুদিন আগেই আমেরিকায় ‘দ্য সুপার মারিও ব্রোজ মুভি’র রেকর্ড ভেঙে সেখানকার ২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা পেয়েছে। আর এবার বিশ্বজুড়ে সেই রেকর্ড ভাঙতে চলেছে ‘বার্বি’।
‘দ্য সুপার মারিও ব্রোজ মুভি’ আমেরিকায় ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় ১.৩৫৮ মিলিয়ন ডলার।
‘বার্বি’ আমেরিকায় ‘সুপার মারিও’র আয় অতিক্রম করেছে গত সপ্তাহে। বর্তমানে আমেরিকায় ‘বার্বি’র মোট আয় ৫৯৪ মিলিয়ন ডলার। আর বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে মোট ১.৩৪ মিলিয়ন ডলার। একদম ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে ‘দ্য সুপার মারিও ব্রোজ মুভি’র।
এদিকে বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার পাশাপাশি ‘বার্বি’ ওয়ার্নার ব্রাদার্সের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রও হতে চলেছে। ওয়ার্নার ব্রাদার্সের ‘হ্যারি পটার’-এর রেকর্ড ভাঙতে আর বেশি দূর নেই ‘বার্বি’। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় চলচ্চিত্র ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস : পার্ট ২’ বিশ্বব্যাপী আয় করেছিল ১.৩৪২ মিলিয়ন ডলার। শিগগিরই এই মাইলফলক টপকে যাবে ‘বার্বি’। এ ছাড়াও একজন নারী পরিচালকের নির্মাণে কোনো চলচ্চিত্র হিসেবে সর্বাধিক আয় করা চলচ্চিত্রও এখন ‘বার্বি’।
‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি ও রায়ান গসলিং। এ ছাড়াও উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা রয়েছেন ‘বার্বি’তে। এখনো বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে ‘বার্বি’।
সূত্র : কলিডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।